Block Development Officer Details: পশ্চিমবঙ্গের বেশ কিছু চাকরিজীবীদের স্বপ্ন থাকে বিডিও (Block Development Officer) হয়ে জনগণের সেবা করা, গ্রাম্য পরিবেশের রাস্তাঘাট উন্নয়ন করা ছাড়া আরোও বিভিন্ন দিক থেকে উন্নয়ন করা। কিন্তু বিডিও হবেন কিভাবে? হতে গেলে কি কি যোগ্যতা লাগে? বিডিওর কাজ কি? তাহলে BDO হওয়ার সমস্ত তথ্য বিস্তারিত ভাবে তুলে ধরলাম আজকের এই প্রতিবেদনে।
BDO (Block Development Officer): বিবরণ
BDO এর সম্পূর্ণ নাম: বিডিও এর সম্পূর্ণ নাম হল- ব্লক উন্নয়ন কর্মকর্তা
BDO এর বেতন: BDO প্রতিমাসে বেতন পান ৭০,০০০/- থেকে ১,০০,০০০/- টাকা।
চাকরির খবর» স্টেট ব্যাংকে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ চলছে! মাসিক ২৪ হাজার টাকা, কিভাবে আবেদন করবেন দেখেনিন বিস্তারিত
BDO হতে কি যোগ্যতা লাগে? (What is the qualification of BDO?)
সকলেরই ইচ্ছা থাকে পড়াশুনা কমপ্লিট করার পর সরকারি প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কাজ করার। এরকমই একটি কাজ হল ব্লক উন্নয়ন কর্মকর্তার কাজ। এই ব্লক উন্নয়ন কর্মকর্তা (BDO Officer) হল গ্রুপ- এ পদের Civil Service Executive Officer। কিন্তু সবার মনে প্রশ্ন একটাই শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কি প্রয়োজন? এই শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমার সম্পর্কে নিচে বিস্তারিত বলা হয়েছে-
শিক্ষাগত যোগ্যতা: ব্লক উন্নয়ন কর্মকর্তা (BDO Officer) হতে গেলে আগ্রহীদের কে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে নুন্যতম স্নাতক পাস করতে হবে।
বয়সসীমা: ব্লক উন্নয়ন কর্মকর্তা (BDO Officer) হতে গেলে আগ্রহীদের বয়সসীমা নুন্যতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৩৬ বছরের মধ্যে হতে হবে। এছাড়া এখানে সরকারি নিয়ম অনুযায়ী এসসি ও এসটি ক্যাটাগরির প্রার্থীরা মিনিমাম- ০৫ বছর এবং ওবিসি ক্যাটাগরির প্রার্থীরা মিনিমাম- ০৩ বছরের ছাড় পাবে।
BDO হতে গেলে কোথায় এবং কিভাবে আবেদন করতে হয়? (How To Apply Block Development Officer)
আগে জানুন ব্লক উন্নয়ন কর্মকর্তা পদে আবেদন করতে কোথায় যেতে হবে- ব্লক উন্নয়ন কর্মকর্তা (BDO) পদে আবেদন করার জন্য আগ্রহীদের কে WBPSC এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
এরপর জানুন কিভাবে আবেদন করবেন- WBPSC এর অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর আবেদন লিংকে ক্লিক করে অনলাইনের মাধ্যমে নাম, ঠিকানা সহ প্রয়োজনীয় তথ্য ও শিক্ষাগত যোগ্যতা গুলো নথিভুক্ত করবেন। তারপর সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদনটি সম্পন্ন হবে।
কিভাবে নিয়োগ হয়? (How To Recruitment Process Block Development Officer)
আগ্রহীদের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে বিডিও অফিসার পদে নির্বাচিত করা হয়। তাহলে এর মধ্যে কি কি পরীক্ষা গুলো পড়ে তা দেখুন- WBSC এর মধ্যে আগ্রহীদের প্রিলিমিনারী পরীক্ষা ও মেইনস পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষায় পাস করলে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নির্বাচিত করা হয়।
BDO অফিসারের কাজ কি? (What is the work of a BDO officer?)
বিডিও অফিসার তথা Block Development Officer হল সরকারি প্রশাসনিক কর্মকর্তা। সাধারণত বিডিও অফিসার এর কাজ হল আমজনতার সাহায্য করা রাস্তাঘাট উন্নয়ন করা এবং সরকারি প্রকল্প গুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া।
BDO হওয়ার পর কি কি সুবিধা পাবেন?
BDO তথা ব্লক উন্নয়ন কর্মকর্তা পদে চাকরি পাওয়ার পর যোগ্য প্রার্থীরা মোটা বেতনের সাথে সাথে সরকারি গাড়ি, বাড়ি সহ সমস্ত রকমের সরকারি সুবিধা পাবেন।
★ এই ধরনের গুরুত্বপূর্ন খবর ও প্রশ্নোত্তর সহজ বাংলা ভাষায় সবার আগে পাওয়ার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |