Competitive examination after passing 12th exam: ভারতবর্ষে প্রচুর সংখ্যক এমন বেসরকারি এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেখান থেকে স্নাতক স্তরে পড়াশোনা করে ছাত্র-ছাত্রীরা। শুধু তাই নয় দ্বাদশ শ্রেণীর পর প্রতিবছর বিভিন্ন ধরনের প্রবেশিকা পরীক্ষার আয়োজন করা হয়। এই প্রবেশিকা পরীক্ষা দেওয়ার পর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য যোগ্যতা প্রমাণ করতে হয় ছাত্রছাত্রীদের। দ্বাদশ শ্রেণীর পর কি কি ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়া যায়, সেই সম্পর্কে জানতে গেলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
Competitive Examination After Passing 12th Exam
সারা বিশ্বের অ্যাকাডেমিক প্রতিষ্ঠানগুলি এখন ট্রান্সডিসিপ্লিনারি কোর্স চালু করছে। এই সকল ইনস্টিটিউটগুলি অত্যাধুনিক সুবিধা, শীর্ষস্থানীয় শিল্প প্রশিক্ষণ প্রোগ্রাম এবং প্রতিভাবান ফ্যাকাল্টি সদস্যদের পাশাপাশি বিভিন্ন ধরনের কোর্স অফার করে। ভারতে হোক কিংবা তার বাইরে, সেরা বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়া কিন্তু কোন সহজ ব্যাপার নয়। এক্ষেত্রে যদি বিদেশে পড়াশোনা করতে চান তাহলে নির্দিষ্ট প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সর্বাগ্রে প্রয়োজন।
দ্বাদশের পর বিজ্ঞান বিভাগের প্রতিযোগিতামূলক পরীক্ষা
বিজ্ঞান বিভাগে দ্বাদশ শ্রেণী পাস করা শিক্ষার্থীদের দুটি বিভাগ নিয়ে বিবেচনা করা উচিত। সেগুলি হল দ্বাদশের PCM (পদার্থবিজ্ঞান রসায়ন গণিত) এবং দ্বাদশের PCB (পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান)। এই আবেদনকারীরা তাদের দ্বাদশের বিজ্ঞান PCB এবং দ্বাদশের গ্রেডের বিজ্ঞান PCM অনুসরণ করে কিছু প্রবেশিকা পরীক্ষার দিতে পারে। কিন্তু দ্বাদশে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করার ছাত্র-ছাত্রীরা মূলত ইঞ্জিনিয়ারিং এবং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাই সব থেকে পছন্দের। শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং এবং অ্যাপ্লায়েড সায়েন্সের মতো সাধারণ ডিগ্রিগুলির জন্য ভর্তির জন্য পরীক্ষা দিতে পারে।
দ্বাদশ শ্রেণি পাশ করার পর বিভিন্ন কম্পিটিটিভ ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষা
- জেইই মেইনস(JEE Mains) :- Birla Institute of Technology and Science Admission Test (BITSAT)
- JEE অ্যাডভান্সড (JEE Advanced):- AMU (B.Tech)
- IPUCET :-COMED-K
- VITEEE:-VITEEE
- মণিপাল (B.Tech):-SRMJEEE
রাজ্য-স্তরের ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা PCM সহ অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষা:
- NDA Entrance with PCM AP EAMCET
- NATA MHT CET
- HPCET TANATA
- KEAM LPUNEST
- BHU UET KIITEE
- IPU CET WBJEE
প্রতিযোগিতামূলক মেডিকেল প্রবেশিকা পরীক্ষার তালিকা
- ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET)
- JIPMER মণিপাল
- CMC-Ludhiana , CMC-Vellore
- AIPMT
প্রতিযোগিতামূলক প্যারামেডিক্যাল এবং ফার্মেসি প্রবেশিকা পরীক্ষার তালিকা
- Odisha JEE, WBJEE
- Gujrat CET MHT CET
- AP EAMCET UPSEE
- TS EAMCET BITSAT
কমার্স বিভাগের প্রতিযোগিতামূলক পরীক্ষা
দ্বাদশ শ্রেণীর পাশ করার পর কমার্সের শিক্ষার্থীরা বি.কম, বিবিএ, বিএ (অনার্স), এবং বি.এসসি-র মতো সাধারণ কোর্সের জন্য আবেদন করতে পারে। আবেদনকারীরা এই কোর্সগুলির জন্য বিশ্ববিদ্যালয়-নির্দিষ্ট প্রবেশিকা পরীক্ষা দিতে পারে। উচ্চ বিদ্যালয়ের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA) হওয়ার পর শিক্ষার্থীদের জন্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হল সর্বোত্তম চাকরির পথ। দ্বাদশ শ্রেণীতে কমার্স নিয়ে পাস করার পর ক্যালিফোর্নিয়া বারে ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীদের অবশ্যই কমন প্রফিসিয়েন্সি টেস্ট (CPT) পাস করতে হবে। দ্য ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারি অফ ইন্ডিয়া কোম্পানি সেক্রেটারি এন্ট্রান্স পরীক্ষাও ব্যবস্থা করে। কমার্সের দ্বাদশ বর্ষ শেষ করার পর শিক্ষার্থীরা সেখানে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা বা এন্ট্রান্স দিতে পারে।
দ্বাদশ শ্রেণী পাশের পর কমার্স বিভাগের প্রতিযোগিতামূলক পরীক্ষার তালিকা:
- CPCT Xavier’s Entrance Exam – for BMM/BMS Course
- NMIMS – NPAT BHU UET
- Symbiosis’s SET Exam JSAT
- cIPU CET LPUNEST
- DU JAT NIFT
- cSET RUET
- IPMAT
দ্বাদশ শ্রেণি পাশের পর আর্টস এবং হিউম্যানিটিসের প্রতিযোগিতামূলক পরীক্ষা
- Arts and Humanities Entrance Exams CUCET
- BHU UET JNUEE
- DUET IPU CET
- TISS Bachelors Admission Test (TISS-BAT) SUAT
- IIT Madras Humanities and Social Sciences Entrance
- Examination (HSEE) The English and Foreign Languages University Hyderabad Entrance Test
দ্বাদশ শ্রেণির পর কম্পিটিটিভ ডিফেন্স এবং মেরিন এন্ট্রান্স পরীক্ষার তালিকা
- Indian Maritime University Common Entrance Test
- Indian Army Technical Entry Scheme (TES)
- Indian Navy B.Tech Entry Scheme Naval Academy Examination (I)
- National Defence Academy (NDA) Indian Navy Sailors Recruitment
দ্বাদশ শ্রেণি পর ফ্যাশন এবং ডিজাইনের প্রতিযোগিতামূলক এবং প্রবেশিকা পরীক্ষার তালিকা
- National Institute of Fashion Technology – NIFT
- Exam Center for Environmental Planning and Technology (CEPT)
- National Institute of Design – NID Exam Footwear
- Design and Development Institute
- Maeer’s MIT Institute of Design UCEED
- National Institute of Fashion Design National Aptitude Test in Architecture
- All India Entrance Examination for Design (AIEED) Symbiosis Institute of Design Exam.
দ্বাদশ শ্রেণির পর প্রতিযোগিতামূলক কৃষি প্রবেশিকা পরীক্ষার তালিকা
- Indian Council of Agricultural Research ICAR
- AIEEA-UG-PG BCECE
- KEAM JET Agriculture
- HORTICET CG PAT
- AP EAMCET JCECE
দ্বাদশ শ্রেণির পর প্রতিযোগিতামূলক সরকারী পরীক্ষা
- এসএসসি পরীক্ষা আপার ডিভিশন ক্লার্ক (ইউডিসি)
- এসএসসি সম্মিলিত উচ্চ মাধ্যমিক স্তর লোয়ার ডিভিশন ক্লার্ক (এলডিসি)
- ডাক সহকারী (পিএ) ডেটা এন্ট্রি অপারেটর (DEO)
- বাছাই সহকারী (SA) এসএসসি স্টেনোগ্রাফার
- এসএসসি মাল্টিটাস্কিং স্টাফ এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষা
- সশস্ত্র বাহিনীর জন্য এনডিএ পরীক্ষা ভারতীয় কোস্ট গার্ড পরীক্ষা
- ভারতীয় নৌবাহিনীর পরীক্ষা ভারতীয় সেনাবাহিনীর পরীক্ষা
- নাবিক, টেকনিশিয়ান, সহকারী কমান্ড্যান্ট এবং এয়ারম্যান পদের জন্য ভারতীয় কোস্ট গার্ড পরীক্ষা RRB বা রেলওয়ে নিয়োগ পরীক্ষা
- AFCAT পরীক্ষা, বীমা পরীক্ষা
- UPSC পরীক্ষা UPSC CAPF পরীক্ষা
- ব্যাংক পরীক্ষা আরআরবি সহকারী লোকো পাইলট
- পাবলিক সার্ভিস কমিশন (PSC) পরীক্ষা রেলওয়ে গ্রুপ ডি
- ভারতীয় নিরাপত্তা বাহিনীর পরীক্ষা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF)
- সশাস্ত্র সীমা বল (SSB) বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)
- সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)
- ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ ফোর্স (ITBP)
বিদেশে পড়াশোনার জন্য দ্বাদশ শ্রেণীর পর প্রতিযোগিতামূলক পরীক্ষা
বিদেশে পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন কলেজ এবং দেশগুলির স্বতন্ত্র পরীক্ষা ব্যবস্থা করে। বিষয় ভিত্তিক পরীক্ষা এটি শ্রেণীবদ্ধ করার আরেকটি উপায়। তা সত্ত্বেও, বিদেশে অধ্যয়নের জন্য কয়েকটি স্ট্যান্ডার্ড পরীক্ষা রয়েছে।
বিদেশে পড়ার জন্য দ্বাদশ শ্রেণির পরে প্রতিযোগিতামূলক পরীক্ষার তালিকা:
- a) International English Language Testing System (IELTS) Graduate Record Examination (GRE)
- Test of English as a Foreign Language (TOEFL) Law School Admission Test (LSAT)
- Graduate Management Admission Test (GMAT)
- Medical College Admission Test (MCAT)
আরও পড়ুন: কলকাতা বিশ্ববিদ্যালয় সিনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলো! জানুন আবেদনের নিয়ম…