Syama Prasad Mookerjee Port Recruitment 2024: গ্র্যাজুয়েশন পাশ করে এখনো বেকার রয়েছেন, কোন কাজ পাচ্ছেন না। নিজেদের স্থানীয় এলাকায় রয়েছে দুর্দান্ত চাকরির সুযোগ। কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর GEM Expart পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। এখানে মাসিক বেতন দেওয়া হবে ৯০ হাজার টাকা পর্যন্ত। তাহলে আর দেরি করছেন কি জন্য, এক্ষুনি দেখেনিন স্টেপ বাই স্টেপ আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা সম্পর্কে খুঁটিনাটি বিস্তারিত। তারপর নিজেদের কার্য কর্মের প্রয়োজনীয় নথিপত্র নিয়ে হাজির হয়ে যান আবেদন পত্র জমা করার নির্দিষ্ট ঠিকানায়।
Syama Prasad Mookerjee Port Recruitment 2024: বিবরণ
পদের নাম:- GEM EXPART
মোট শূন্যপদ:- মোট ১ টি শূন্যপদ
মাসিক বেতন:- প্রতিমাসে ৭৫,০০০/- থেকে ৯০,০০০/- টাকা পর্যন্ত
আবেদন শেষ তারিখ:- ০৫/০৭/২০২৪ তারিখ
আরোও পড়ুন: সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কলকাতা মেট্রো রেলে কর্মী নিয়োগ, শীঘ্রই আবেদন করুন
যোগ্যতার বিবরণ (Eligibility Criteria Of Syama Prasad Mookerjee Port Recruitment 2024)
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা:- শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরের Gem Expart পদে যে সকল ইচ্ছুক প্রার্থীরা আবেদন করবে তাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন যেকোনো স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাশ। এবং বয়সসীমা প্রয়োজন সর্বোচ্চ ৫০ বছর।
আবেদন করবেন কিভাবে (How To Apply For Syama Prasad Mookerjee Port Gem Expart Recruitment 2024)
আগ্রহী প্রার্থীদের কে ইমেল এর মাধ্যমে আবেদন জানাতে হবে। তাহলে আগ্রহী প্রার্থীরা শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করবেন। তারপর নোটিশটি থেকে আবেদন পত্রটি আলাদা করে আবেদনকারীর নাম, স্থানীয় ঠিকানা, অভিভাবকের নাম সহ যা যা তথ্য চাইছে সেগুলো দিয়ে পূরণ করে নিবেন। তারপর কার্যক্রমের প্রয়োজনীয় নথিপত্র গুলো ও পূরণ করা আবেদন পত্রটি একসাথে করে পিডিএফ ফাইল বানিয়ে নিবেন। তারপর নিচে দেওয়া ইমেল আইডিতে পাঠিয়ে দিবেন। বাকি বিস্তারিত জানতে হলে নোটিশ পড়ুন।
আবেদন ফী লাগছে কিনা:- শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরের Gem Expart পদে আবেদন করতে কোন রকমের টাকা পয়সা ধার্য করা হচ্ছে না।
আবেদনের সময়সীমা:- গত ২৬ জুন ২০২৪ তারিখে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আগ্রহী প্রার্থীরা আগামী ০৫ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত আবেদন জানতে পারবেন।
আরোও পড়ুন: SSC এর মাধ্যমে ৮৩২৬ শূন্যপদে MTS পদে নিয়োগ শুরু হল! মাধ্যমিক পাশের প্রার্থীরা আজই করুন আবেদন
নিয়োগ হবে কিভাবে
ইমেল এর মাধ্যমে আবেদন পত্র ও প্রয়োজনীয় নথিপত্র জমা পড়ার পর আগ্রহী প্রার্থীদের কে ইন্টারভিউর জন্য ডাকা হবে। এই ইন্টারভিউয়ের মাধ্যমে যেকোনো একজন প্রার্থীকে চাকরির জন্য নির্বাচিত করা হবে।
আরোও পড়ুন: পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে মোটা বেতনে পার্ট-টাইম কাজের সুযোগ, শীঘ্রই আবেদন করুন
প্রয়োজনীয় লিংক
অফিসিয়াল নোটিশ | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | smportkolkata.shipping.gov.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |