WBSEDCL Recruitment 2024: পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আজকে চাকরির সুবর্ণ সুযোগ। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড (WBSEDCL) এ Senior Private Secretary, Security Officer, Deputy Chief Security Officer ও অন্যান্য পদে ১৮ টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গত ০২.০২.২০২৪ তারিখে। যেখানে প্রতিমাসের ১০ তারিখের মধ্যে বেতন দেবে ৩৭,০০০/- থেকে ৫৮,০০০/- টাকা। এখানে যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তাদের যোগ্যতা মিনিমাম উচ্চমাধ্যমিক পাশ এবং বয়স সর্বোচ্চ ৬২ বছর। তাহলে কিভাবে, কত তারিখে আবেদন পত্র জমা করতে হবে, আবেদন করার জন্য কি কি সব ডকুমেন্টের প্রয়োজন। তাহলে এই পদটির সম্বন্ধে আমাদের আজকের প্রতিবেদনের মধ্যে বিস্তারিত আলোচনা রইলো, প্রতিবেদনটি সম্পূর্ণ দেখুন।
WBSEDCL 18 Vacancy Details – Overview
নিয়োগ সংস্থা | পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড (WBSEDCL) |
---|---|
পদের নাম | Senior Private Secretary, Security Officer, Deputy Chief Security Officer ও অন্যান্য |
চাকরির ধরন | প্রাইভেট চাকরি |
শূন্যপদ | ১৮ টি |
বেতন (₹) | ৩৭,০০০-৫৮,০০০/- |
চাকরির স্থান | কলকাতা, পশ্চিমবঙ্গ |
আবেদন মোড | ইমেল |
ওয়েবসাইট | www.wbsedcl.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
রাজ্যের বিদ্যুৎ বিতরণ কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্ৰকাশ ২০২৪ (WBSEDCL Recruitment 2024)
পদের নাম
পশ্চিমবঙ্গ রাজ্যের বিদুৎ বিতরণ কোম্পানিতে Senior Private Secretary, Security Officer, Deputy Chief Security Officer, Chief Land Officer, Special Officer, Special Officer (Land) পদে নিয়োগ হবে।
শূন্যপদের সংখ্যা
পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড (WBSEDCL) এ সবমিলিয়ে মোট ১৮ টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা (Eligibility Criteria)
WBSEDCL এ আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের যোগ্যতা মিনিমাম উচ্চমাধ্যমিক পাশ ও স্নাতক কমপ্লিট করতে হবে।
বয়সসীমা (Age Limit)
WBSEDCL এ আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৬৪ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি (Apply Process)
পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড (WBSEDCL) এ আবেদনকারী সমস্ত ইচ্ছুক প্রার্থীরা শুধুমাত্র ইমেল এর মাধ্যমে আবেদন করতে পারবে। তাহলে সবার প্রথমে নিচে দেওয়া লিংক থেকে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করেনিন। এরপর পদ গুলোর সম্বন্ধে বিস্তারিত বুঝুন। তারপর নিচে দেওয়া ইমেলে ইচ্ছুক প্রার্থীর সিভি (CV), ও সমস্ত রকমের প্রয়োজনীয় নথি গুলোর পিডিএফ ফাইলটি পাঠিয়ে দিন আবেদন পত্র জমা দেওয়ার তারিখে।
আবেদন করার ইমেল আইডি- rectt@wbsedcl.in
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
রাজ্য বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড (WBSEDCL) এ আবেদনকারী প্রার্থীদের দক্ষতা পরীক্ষা ও পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে।
আবেদন ফী
WBSEDCL এ আবেদনকারী প্রার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে।
আবেদনের শেষ তারিখ (Last Date)
WBSEDCL এ ইমেল এর মাধ্যমে আবেদন করার তারিখ হলো আজ অর্থাৎ ১২.০২.২০২৪।
গুরুত্বপূর্ন তারিখ (Importent date)
বিজ্ঞপ্তি প্রকাশ | ০২.০২.২০২৪ |
আবেদন পত্র জমা | ১২.০২.২০২৪ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
অফিসিয়াল লিঙ্ক | wbsedcl.in |
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |
I am pour man