পশ্চিমবঙ্গে চাকুরী প্রার্থীর সংখ্যা প্রচুর। অথচ সঠিক বয়সে যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়ে নিজেকে প্রমাণ করে দিয়েছেন এমন মানুষের সংখ্যা খুবই কম। হাত খরচের টাকাটুকু জোগাড় করতেও সমস্যায় পড়েন তারা। তাই এবার পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বেকার চাকরিপ্রার্থীদের জন্য চালু করা হয়েছে যুবশ্রী প্রকল্প।
Yuvasree Prakalpa এর প্রতি মাসে টাকা দিচ্ছে সরকার
১৮ বছর বয়স হওয়ার পরেও যদি কোন যুবক-যুবতী চাকরি না পেয়ে থাকেন, তাহলে Yuvasree Prakalpa এর আওতায় প্রতি মাসে ১৫০০ টাকা ভাতা দিচ্ছে রাজ্য সরকার। রাজ্যের যে কোন জেলার যে কোন প্রান্তের চাকুরী প্রার্থীরা পাবেন এই ভাতা। রাজ্যের যে সকল ছেলেমেয়েরা বর্তমানে কলেজে পড়াশোনা করেন কিংবা অন্য কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন অথবা ট্রেনিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তারা পাবেন এই টাকা। মূলত পড়াশোনার ড্রাইভার বহনের জন্যই এই টাকা দিচ্ছে সরকার। যুবশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করবেন, কেমন যোগ্যতা থাকলে আবেদন করা সম্ভব, কি কি নথিপত্র লাগবে তার সবটাই দেওয়া হলো আজকের প্রতিবেদনে।
আরোও পড়ুন: একাধিক শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করল UPSC! দেখুন বিস্তারিত..
যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য কারা যোগ্য?
1) যুবশ্রী প্রকল্প আবেদন করতে গেলে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়া বাধ্যতামূলক। 2) সরকার স্বীকৃত যে কোন প্রতিষ্ঠান থেকে প্রথাগত শিক্ষা কিংবা ট্রেনিং নিতে হবে। 3) এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এর কার্ড থাকলে তবেই যুবশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন।4) নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। 5) চাকরি প্রার্থীর বয়স ১৮ বছরের উর্ধ্বে হতে হবে।
যুবশ্রী প্রকল্পের জন্য অনলাইনে কিভাবে আবেদন করবেন?
1) সবার প্রথমে রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
2) এরপর যুবশ্রী প্রকল্পের লিংকে ক্লিক করে Jobseeker সেকশনে আসুন।
3) New Enrollment বাটনে ক্লিক করুন।
4) এরপর স্ক্রিনে আবেদন পত্র পেলে সেটি সঠিকভাবে পূরণ করুন।
5) Next এ ক্লিক করে পরবর্তী পেজে এসে প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করুন।
6) “Submit” অপশনে ক্লিক করে যুবশ্রী প্রকল্পের আবেদন কাজ সম্পন্ন করুন।
7) এরপর ইউজার আইডি এবং পাসওয়ার্ড লেখা একটি রশিদ দেওয়া হবে প্রার্থীকে।
8) রেজিস্ট্রেশন ফর্ম এবং তার সঙ্গে দেওয়ার রশিদ প্রিন্ট আউট করে নিন।
9) সেগুলি নিয়ে নিকটতম এম্প্লয়মেন্ট এক্সচেঞ্জ এর অফিস এ যান।
10) রেজিস্ট্রেশন ফরম এবং রশিদ টি সেখানে জমা দিন। এরপর দেখবেন আপনার মোবাইলে একটি ওটিপি আসবে।
11) ওটিপি ভেরিফিকেশন করার পর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এর অফিস থেকে প্রার্থীদের এমপ্লয়মেন্ট নম্বর এবং পাসওয়ার্ড লেখা একটি কার্ড দেবে। সেটি হল এক্সচেঞ্জ এর কার্ড।
যুবশ্রী প্রকল্পের জন্য কোন কোন নথি প্রয়োজন
1) ড্রিঙ্কারপত্র হিসাবে আধার, মতার, রেশন পাসপোর্টাইভিং এর মধ্যে একটি তালিকা। 2) এক কপি পাসপোর্ট সাইজের ছবি। 3) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও আমেরিকান। 4) জাতীয় শংসাপত্র। 5) ব্যক্তিগত এ ডিসকাউন্ট বইয়ের প্রথম পাতার ফটো পাসকপি। 6) পুরানো কাগজপত্রের জন্য মিডিয়াক এডমিট কার্ড আধার কার্ড। ৭) স্থায়ী বাসস্থানের চিঠিপত্র। ৮) প্রয়োজনে অন্যান্য নথিপত্র চাওয়া হতে পারে।
আরোও পড়ুন: অষ্টম শ্রেণী পাশে কেন্দ্রের অধীনস্থ কোম্পানিতে চাকরির সুযোগ, মাসে ২০ হাজার টাকা বেতন
আমাদের হোয়াটসঅ্যাপ | Join Group |
আমাদের টেলিগ্রাম | Join Here |
অন্যান্য চাকরির আপডেট | View More |